ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

তাপসীর প্রেমে পড়েছিল এক মেয়ে!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
তাপসীর প্রেমে পড়েছিল এক মেয়ে! তাপসী পান্নু

বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু। তখনই এক মেয়ে তাকে দেখে ঝারি মেরেছিল।

অর্থাৎ, তাপসীকে দেখে ভালো লেগেছিল এক মেয়ের।

সেই সুন্দরীর কাছ থেকে প্রস্তাব পেয়ে কেমন লেগেছিল তাপসীর? সেই কথাই জানিয়েছেন ‘সাবাস মিঠু’ অভিনেত্রী।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘সাবাস মিঠু’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাপসী। এক প্রমোশন্যাল ইন্টারভিউয়ের মাঝে তাপসীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কোনোদিন কোনো সমলিঙ্গের মানুষের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কী না?

তাপসী জানান, ‘সহকর্মী বা সহ-অভিনেত্রী নয়, তবে গোয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এমন ঘটনা ঘটেছিল। প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর আমার এক বান্ধবী বিষয়টা আমার নজরে আনে, বলে- দেখ মেয়েটা তোর প্রতি আগ্রহী। ’ 

তিনি আরো বলেন, ‘সত্যি বলতে কী আমার ব্যাপারটা ভালোই লেগেছিল। সবসময় মেয়েরা অন্য মেয়েদের মধ্যে খুঁত খোঁজে, আমার মনে হয়েছিল ওর আমাকে ভালো লেগেছে। ব্যাপারটা সুন্দর। ’

পরিচালক সৃজিত মুখার্জির ‘সাবাশ মিঠু’তে ভারতীয় নারী ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মিতালী রাজের চরিত্রে অভিনয় করছেন তাপসী। আগামী ১৫ই জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।