ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

জাফর পানাহিসহ ৩ চিত্রপরিচালকে গ্রেফতার করল ইরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জাফর পানাহিসহ ৩ চিত্রপরিচালকে গ্রেফতার করল ইরান জাফর পানাহি

ইরানে এক সপ্তাহের মধ্যে তিনজন চলচ্চিত্র পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার জাফর পানাহিও।

 

গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসের ঘটনায় ৪৩ জন মারা যান। এর প্রতিবাদে বিক্ষোভ করায় গত সপ্তাহে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা আলআহমেদ এবং মোহম্মদ রাসুলফকে গ্রেফতার করা হয়। তাদের বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলতে গেলে সোমবার (১১ জুলাই) তেহরান থেকে গ্রেফতার করা হয় জাফর পানাহিকেও।

সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগেও সরকারবিরোধী প্রতিবাদের জন্য ২০১০ সালে মোহম্মদ রাসুলফের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন পানাহি। তখন তাকে ছয় বছরের জেল দেওয়া হয়। সিনেমা তৈরি এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি তার ইরান ত্যাগের উপরেও নিষেধাজ্ঞা ছিল।

আধুনিক ইরানের সমালোচনা করে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বের সব বড় বড় আন্তর্জাতিক উৎসবে বেশকিছু পুরস্কার জিতেছেন পানাহি। কান চলচ্চিত্র উৎসব ও বার্লিন উৎসবে পুরস্কৃত হয়েছিলেন তিনি। ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’ ও ‘ট্যাক্সি’র মতো সিনেমা নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ৬২ বছর বয়সী এই নির্মাতা।

জাফর পানাহিসহ ইরানের ৩ চলচ্চিত্র নির্মাতাকে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। অফিসিয়াল এক বিবৃতিতে অবলম্বে তাদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।