ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘চাটগাঁইয়া গোলমাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘চাটগাঁইয়া গোলমাল’

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

 

নাটকটির গল্পের তুলে ধরা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংস্কৃতি। সেসঙ্গে কিছু ব্যাড কালচারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে। এর শুটিংও হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে।  

মোশনরক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে ও মাসুদুল হাসানের নির্বাহী প্রযোজনায় নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, তানভীর, নাবিলা, চিত্রলেখ গুহ, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, হিন্দোল রায়, আসিফ আহমেদ শোভন, সামা ইসলাম, রনিসহ অনেকে।  

নির্মাতা জানান, দীর্ঘদিনের পরিকল্পনার নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি। আর এই পুরো প্রজেক্টর ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রযোজক আকবর হায়দার মুন্না।  

নাটকটির ‘কমলা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের ছেলে কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেল।

নাটকটি প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাচ্ছে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পাচ্ছেন দর্শক।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।