ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পাত্রী দেখা হচ্ছে, শাকিব খানের বিয়ে আগামী বছর!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
পাত্রী দেখা হচ্ছে, শাকিব খানের বিয়ে আগামী বছর! শাকিব খান

অপু বিশ্বাসের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর একা আছেন শাকিব খান। আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই নায়ক।

বিয়ের সম্ভাব্য সময় আগামী বছর, ইতোমধ্যেই তার জন্য পাত্রী দেখা হচ্ছে।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন শাকিব খান নিজেই।

ঢালিউডের সুপারস্টার বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি। ’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপুর বিয়ে হয়। তারা ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর  ইস্যুটি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এই ঘটনার পরই তাদের সংসার ভেঙে যায়।  

অপুর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম-বিয়ের গুঞ্জন আছে। যদিও তারা কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।