ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন নিথিয়া মেনন?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
বিয়ে করছেন নিথিয়া মেনন? নিথিয়া মেনন

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিথিয়া মেনন। জনপ্রিয় এক মালায়ালাম অভিনেতাকে নাকি বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জনপ্রিয় এক মালায়ালাম অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নিতিয়া। সিনেমায় পা রাখার আগে থেকেই এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় তাদের। পরবর্তী সময়ে সেটি প্রেমের সম্পর্কে গড়ায়।  

বর্তমানে দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

নিথিয়া মেননের পর্দায় অভিষেক হয় ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও’ক্লক’ সিনেমার মাধ্যমে। এরপর ‘উস্তাদ হোটেল’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘হানড্রেড ডেজ অব লাভ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।  

সর্বশেষ পবন কল্যাণ ও রানা দাগ্গুবতির সঙ্গে ‘ভীমলা নায়ক’ সিনেমায় তাকে দেখা নিথিয়াকে। এছাড়া সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘মডার্ন লাভ: হায়দরাবাদ’র একটি পর্বে দেখা গেছে তাকে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।