ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘ফিডব্যাক’-এ যুক্ত হলেন সুজন আরিফ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
‘ফিডব্যাক’-এ যুক্ত হলেন সুজন আরিফ

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’-এ এবার যোগ দিলেন সুজন আরিফ। তিনি দুই দশক ধরে গানের সঙ্গে যুক্ত আছেন।

আগে থেকেই ‘ফিডব্যাক’ দলটিতে আছেন ফোয়াদ নাসের বাবু, লতিফুল আহমেদ লাবু, টনি সোহা, দানেশ, রাইহান আল হাসান ও শাহানুর রহমান লুমিন। এবার তাদের সঙ্গে দলটিতে যোগ হলো সুজন আরিফের নাম।  

জানা যায়, ইতোমধ্যেই ‘ফিডব্যাক’-এর হয়ে শোয়ে অংশ নিয়েছেন আরিফ।  

তিনি বলেন, ‘এমন একটি দলে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দেশের অন্যতম ব্যান্ড ফিডব্যাক। অনেকেরই স্বপ্ন দলটির হয়ে গান করার। আমারও স্বপ্ন ছিল। ফোয়াদ ভাই, লাবু ভাই, টনি ভাই, দানেশ ভাই সবাই আমার খুব কাছের। আমরা এখন একটা পরিবার। ’ 

তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই আমরা নতুন গানও প্রকাশ করবো। এখন নিয়মিত প্র্যাকটিস চলছে। আশা করছি ফিডব্যাকের জন্য নিজের সেরাটা দিতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।