ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

লাল শাড়িতে বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
লাল শাড়িতে বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া  ওটিলিয়া ব্রুমা

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন 'বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। মূলত একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তার বাংলাদেশ সফর।

শুক্রবার ঢাকায় আসার পর শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখেন এই সংগীতশিল্পী।

তবে সবচেয়ে বড় চমক দিলেন রোববার লাল শাড়িতে একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে। যেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় ওটিলিয়াকে।

এর সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে মাঝখান থেকে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক। ব্যাস আর কি চাই! পারফেক্ট সাজ। যেনো বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশর ট্রেডিশনাল পোশাকে।

এ প্রসঙ্গে ওটিলিয়া লাইভ ইন ঢাকা ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পণা করেছিলাম ওকে আমাদের দেশীয় পোশাক পড়াব। সেটাই করেছি আমরা। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওকে। ’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।