ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাতের হোটেল চালাবেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ভাতের হোটেল চালাবেন শুভশ্রী! শুভশ্রী গাঙ্গুলী

একের পর এক সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে ভারতের বাংলা সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর। এর মধ্যেই বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ওটিটি পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

অবশেষে সেই খবর জানালো প্রযোজনা সংস্থা এসভিএফ।

নির্মাতা দেবালয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ওটিটির পর্দায় দেখা যাবে শুভশ্রীকে। কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজ। এর প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।  

যেখানে, ইন্দুর বিয়ে হয় এক মদ্যপ ব্যক্তির সঙ্গে। অল্প বয়সেই এক সন্তান নিয়ে বিধবা হয়ে যায় সে। সেই ইন্দু ভাতের হোটেল চালু করে। এর নাম দেয় ‘ইন্দুবালার ভাতের হোটেল’। মূলত গল্পটায় উঠে আসবে ইন্দুর জীবন সংগ্রামের কাহিনী।

ওটিটিতে কাজের প্রসঙ্গে শুভশ্রী বলেন, আমি ভীষণ খুশি ও উচ্ছ্বসিত ওটিটিতে অভিষেক হতে চলেছে হইচইয়ের হাত ধরে। ইন্দুবালা ভাতের হোটেল-র চরিত্রটার মধ্যে একাধিক পরত রয়েছে। ইন্দুর চরিত্রটি খুবই শক্তিশালী, পাশাপাশি বেশ কঠিন। আশা করব এই সিরিজটি সফল হবে।

শিগগিরই শুভশ্রীকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’ সিনেমায়। কলকাতার মেয়ে শেফ আসমা খানের জীবনের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। এটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন পরমব্রত।  

এছাড়াও ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে শুভশ্রীর ‘ধর্মযুদ্ধ’। এই সিনেমায় মুন্নির চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও আগামী ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রী ও ঋদ্ধি সেন অভিনীত সিনেমা ‘বিসমিল্লাহ’।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।