ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছর

স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। প্রয়াত প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭২ সালের ১১ আগস্ট।

বৃহস্পতিবার ঐতিহাসিক সিনেমাটি মুক্তির পঞ্চাশ বছর পূর্তি হয়েছে।  
 
সিনেমাটি প্রযোজনা করেছিলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু।  

স্টার ফিল্ম কর্পোরেশনের ব্যানারে নির্মিত ‘ওরা ১১ জন’র কাহিনী আল মাসুদের, চিত্রনাট্য লিখেছিলেন কাজী আজিজ আহমেদ এবং সংলাপ এটি এম শামসুজ্জামান। চিত্রগ্রহণে ছিলেন আব্দুস সামাদ।

অভিনয় করেন খসরু, আলতাফ, মুরাদ, নান্টু, বেবী, আবু, হেলাল, অলীন, মঞ্জু, ফিরোজ, শাবানা, রাজ্জাক, নূতন, সৈয়দ হাসান ইমাম, খলিল, রাজ, রাজু আহমেদ, সুমিতা দেবী, রওশন জামিল, সবিতা, মিনারা জামান, মিতা, এটি এম শামসুজ্জামান, জাভেদ রহীম, গওহর জামিল, মেহফুজ, রানু, সাইফুদ্দিন, ওয়াহিদা রহমান, সিতারা, মাঃ কাজী কামাল, বেবী স্বপ্না প্রমুখ।

‘ওরা ১১ জন’র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন থাকছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে। সিনেমাটির প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ও অভিনয়শিল্পী চিত্রনায়িকা নূতনের বিশেষ সাক্ষাৎকার দেখা যাবে চ্যানেলটিতে। এছাড়া দুপুর সাড়ে ৩টায় টেলিভিশনটিতে প্রদর্শিত হবে ‘ওরা ১১ জন’।

বাংলাদেশ সময়: ১১৫৭  ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।