ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পিজিতের সঙ্গে কোনালের গান ‘তোকে কত ভালোবাসি’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
পিজিতের সঙ্গে কোনালের গান ‘তোকে কত ভালোবাসি’ পিজিত মহাজন ও সোমনুর মনির কোনাল

উদীয়মান সংগীতশিল্পী পিজিত মহাজন। ‘মায়া’, ‘ভুল’, ‘তোমার পাগল’সহ প্রায় এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এবার নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন পিজিত। এর নাম ‘পিজিত মহাজন অফিশিয়াল’।

ইতোমধ্যেই চ্যানেলটির উদ্বোধনী গান তৈরি করেছেন। ‘তোকে কত ভালোবাসি’ শিরোনামের গানটিতে পিজিতের সঙ্গে গেয়েছেন সোমনুর মনির কোনাল।  

কোনাল বলেন, পিজিতকে আমি খুবই স্নেহ করি। সংগীতে নিবেদিত এক প্রাণ। ওর অনেক দিনের ইচ্ছা আমার সঙ্গে দ্বৈত গাইবে। অবশেষে গানটি তৈরি হলো। পিজিত এবং ওর ইউটিউব চ্যানেলের জন্য শুভ কামনা রইল।

পিজিত বলেন, কোনাল আপু যখন ‘সেরা কণ্ঠ’তে প্রতিযোগী ছিলেন, তখন থেকেই আমি তার গায়কির ভক্ত। তার সঙ্গে গাওয়ার ইচ্ছার কথা আগে জানিয়েছিলাম, অবশেষে তিনি কথা রাখলেন। দারুণ একটি গান হয়েছে।

‘তোকে কত ভালোবাসি’ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর ও সংগীতে সজীব। গানচিত্র নির্মাণ করেছেন রুম্মান আব্দুল্লাহ। গানচিত্রটি শিগগিরই প্রকাশ হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।