ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফের সঙ্গে ছবি তুলে বউয়ের ইমো নম্বর দিলেন ডিম ব্যবসায়ী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
আসিফের সঙ্গে ছবি তুলে বউয়ের ইমো নম্বর দিলেন ডিম ব্যবসায়ী! ডিম ব্যবসায়ী কাওসারের সঙ্গে আসিফ

ডিমকে ‘আদর্শ’ খাবার হিসেবে অভিহিত করেন পুষ্টিবিদেরা। প্রোটিনের চাহিদা মেটাতে দেশের নিম্নআয়ের মানুষের জন্য সবচেয়ে সহজ ও সুলভ উৎস ডিম।

তবে জ্বালানির দাম বাড়ার এর প্রভাব পড়েছে ডিমের বাজারেও। তুলনামূলক সস্তার ডিম এখন চড়া দামে কিনতে হচ্ছে।

দেশের বাজারে ডিমের দামের এই অবস্থা নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনার শেষ নেই। এরই মধ্যে এক ডিম ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে এক ডিম ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় আসিফের। ওই ব্যবসায়ীকে ‘বিলিওনিয়ার’ আখ্যা দিয়ে তার সঙ্গে ছবি তোলেন আসিফ।  

সেই ছবি পোস্ট করে আসিফ লেখেন, ‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। ওনার নাম কাওসার। তার ভ্যানভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা! কাওসারের পেছনে কোনো প্রহরী নেই, এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। ’

তিনি আরো লেখেন, ‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বললো স্যার মাস্কটা খোলেন। একটা ফোন নম্বর দিলো, কল দিলাম। বললো, স্যার এটা আমার বউয়ের ইমো নম্বর, ছবিগুলো পাঠায় দিয়েন। যদিও ইমোর আশেপাশে আমি নেই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মতো রমনীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’

আসিফ আকবর লেখেন, ‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও, ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনও এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম…। ’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।