ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের ফেরার দিনে ঢাকা ছাড়লেন অপু

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
শাকিবের ফেরার দিনে ঢাকা ছাড়লেন অপু শাকিব খান-অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রে ৯ মাস কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শাকিব খান।

এ সময় তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। ঠিক সেই সময় বিমানবন্দরে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  

তবে শাকিবকে রিসিভ করতে বিমানবন্দরে যাননি অপু। জানা যায়, শাকিবের ফেরার দিনে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।  

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরব।

‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।  

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।