ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধূ ধূ প্রান্তরে দাঁড়িয়ে লম্বা চুল হাওয়ায় উড়াচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ধূ ধূ প্রান্তরে দাঁড়িয়ে লম্বা চুল হাওয়ায় উড়াচ্ছেন সালমান ধূ ধূ প্রান্তরে সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে ‘টাইগার থ্রি’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র শুটিং করছেন।

এরই মধ্যে তার নতুন লুকের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউড ভাইজান। এতে লাদাখের ধূ ধূ প্রান্তরে পাশে বাইক রেখে কাঁধ পর্যন্ত লম্বা চুল হাওয়ায় উড়াতে দেখা গেছে তাকে।

জানা গেছে, বর্তমানে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতের লাদাখে অবস্থান করছেন সালমান। সেখান থেকেই ছবিটি পোস্ট করেছেন তিনি। মনোরম পরিবেশ ও সালমানের লুক দুই-ই ভক্তদের মুগ্ধ করেছে।  

সালমান খান অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘তেরে নাম’। সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়। এতে লম্বা চুলে দেখা গিয়েছিল ভাইজানকে। এরপর ২০১০ সালে মুক্তি প্রাপ্ত ‘ভীর’ সিনেমার পর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ দিয়ে আরো একবার লম্বা চুলে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালমান।

সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাস্সি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।  

সিনেমাটি নির্মাণ করছেন ফারহাদ সামজি। এটি চলতি বছরে ডিসেম্বরে অথবা আসছে বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।