ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেখানে মফস্বলের দর্জি ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
যেখানে মফস্বলের দর্জি ফারিয়া শাহরিন ফারিয়া শাহরিন

ভিন্ন ধারার ভালোবাসার গল্পের নাটকে দেখা যাবে সময়ের আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিনকে। নাটকের নাম ‘মোনালিসা’।

যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।

মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।  

নাটকের গল্পে দেখা যায়, রতন (মনোজ প্রামাণিক) অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে। রতনের সেই লালন করা ছবি মোনালিসার মতো একটি মেয়েকে সে বাস্তবে পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা (ফারিয়া শাহরিন) মফস্বলের একটা টেইলার্সে কাজ করে।  

নদী পথে নৌকা পার হবার সময় রতনের সঙ্গে মোনালিসার দেখা হয়। এভাবে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যায়।  

ফারিয়া শাহরিনও মনোজ প্রামাণিক ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার, আনোয়ার প্রমুখ।

ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে ‘মোনালিসা’ প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। শনিবার (২০ আগস্ট) রাত ৮টায় আরটিভির পর্দায় প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।