ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রহস্য-থ্রিলারে চমকে দিলেন মাহি!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
রহস্য-থ্রিলারে চমকে দিলেন মাহি! মাহিয়া মাহি

সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার ইস্যুতে আলোচনায় রয়েছেন মাহিয়া মাহি। এমন সময়ে নতুন চমক নিয়ে হাজির হলেন এই চিত্রনায়িকা।

শুক্রবার (১৯ আগস্ট) প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘লাইভ’র টিজার। এক মিনিট ৪৮সেকেন্ড ব্যপ্তির টিজার ভিডিওতে রীতিমতো চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার ‘অগ্নি’কন্যা। রহস্য-থ্রিলারে ভরা এই টিজারের মূল আকর্ষণ নায়িকা।

টিজার দেখে বোঝা যায়, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। পুলিশ তদন্তে নেমে খুঁজে পায় বিভিন্ন রহস্য। এরপর বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা।

‘লাইভ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।