ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মীরকে কানে ধরালেন নারী পুলিশ!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
মীরকে কানে ধরালেন নারী পুলিশ!

অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলী কান ধরে দাঁড়িয়ে রয়েছেন আর চারপাশে ঘিরে রেখেছে নারী পুলিশ! সম্প্রতি মীরের এমন হাল দেখে চিন্তায় তার ভক্তরা।

সম্প্রতি নিজের পুরনো ঠিকানা রেডিও মিরচি ছেড়ে নতুন যাত্রা শুরু করেছেন মীর।

তার ব্যান্ড ‘ব্যান্ডেজ’ আর শো ‘ফুডকা’ নিয়ে ব্যস্ত তিনি। সেই সঙ্গে অভিনয়ও করছেন।

তবে হঠাৎ কী এমন ঘটলো যার জন্য নারী পুলিশ বেষ্টিত হয়ে কানে ধরতে হলো মীরকে? অবশ্য কারণটা মীর নিজেই প্রকাশ করেছেন।  

তিনি জানিয়েছেন, নারী পুলিশরা নাকি তাকে প্রশ্ন ছুঁড়েছেন, “আপনারা ‘অসাম সালা’ গানটির পরে মিউজিক ভিডিও বানাননি কেন? কত বছর আগে করবেন বলেছিলেন? আর সেই অপরাধেই এই শাস্তি মাথা পেতে নেন মীর! সেই ছবিটি সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি।  

ছবিটি শেয়ার করে মীর তার ভক্তদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, তিনি যদি তার গানের ব্যান্ড ‘ব্যান্ডেজ’ এর সঙ্গে ‘অসাম সালা’র একটা ভিডিও বানান, যেখানে কোন হিরো লাগবে না, কোন হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা, গ্রামীণ জনপদ! আর তাতে মাটির গন্ধ থাকবে। কারণ মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ গানটিকে বড় বেশি আপন করে নিয়েছেন। এই গানটি নিয়ে আমরা যদি বিভিন্ন শহরেরে বাজারে, শপিংমলে, কলেজে পারফর্ম করি, ‘তোমরা কি থাকবে?’

এই লেখার মন্তব্যের ঘরে মীরের প্রশ্নের উত্তর এসেছে অনেক। কেউ লেখেন, ‘অবশ্যই’; কেউ লেখেন, ‘একদম থাকব। ’ কারো কথায়, ‘আমি সবসময়ই গানটা পছন্দ করে এসেছি। ’ কেউ আবার বলেছেন, ‘এটা তো এমনই জনপ্রিয়। তাই আগে তো নিয়ে আসুন!’

প্রসঙ্গত, একসময় মীরের গানের ব্যান্ড ‘ব্যন্ডেজ’র ‘অসাম সালা’ বেশ জনপ্রিয় হয়েছিল। বহু জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে গিয়েও গানটি গাইতে শোনা গেছে মীরকে। তবে এখন এই গানের ওপর একটা মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় রয়েছেন মীরের অনুরাগীরা।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।