ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুত্রের মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
পুত্রের মা হলেন সোনম কাপুর স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুর

প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

 

এদিন সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নীতু কাপুর। প্রথম মা হওয়ায় সোনমকে এবং নানা হওয়ায় অনিল কাপুরকে শুভেচ্ছায়ও জানিয়েছেন তিনি।  

এর আগে চলতি বছর মার্চে সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতি জানান, তাদের ঘরে নতুন অতিথি আসছে। এরপর বেশ কয়েকবার বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী।

নিজেদের প্রথম সন্তানের সুখবর জানিয়ে সোনম-আনন্দ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘২০.৮.২০০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং আমাদের পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ এই জার্নিতে পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ। ’ 


অনিল কাপুরের সঙ্গে সোনম কাপুর

তাদের এই বিবৃতি শেয়ার দিয়ে নীতু কাপুর লেখেন, ‘শুভেচ্ছা। ’ এছাড়া নির্মাতা ফারহা খানসহ ইন্ডাস্ট্রির অনেকে এটি শেয়ার দিয়ে নতুন বাবা-মাকে ভালোবাসা জানাচ্ছেন। এমন সংবাদে কাপুর পরিবারে রীতিমত আনন্দের জোয়ার বইছে।  

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। লন্ডনের নটিং হিল বাংলোতে ছিলেন তারা। সেখান থেকে কিছুদিন আগে মুম্বাই ফেরেন এই দম্পতি। নিজের জন্মভূমিতেই প্রথম সন্তানের জন্ম দিলেন সোনম।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।