ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আপনার অদৃশ্য স্নেহ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
‘আপনার অদৃশ্য স্নেহ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে’ নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে শাকিব খান

বাংলা চলচ্চিত্রের আলোর দিশারী নায়করাজ রাজ্জাক। রোববার (২১ আগস্ট) তার পঞ্চম মৃত্যুবার্ষিকী।

২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিকমাধ্যমে নায়করাজকে স্মরণ করতে শুরু করেছেন সাধারণ ভক্ত-অনুরাগী থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরাও।  

নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।  

সেখানে শাকিব খান লেখেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ’

নায়ক রাজ্জাকের আত্মার শান্তি কামনা করে ওই পোস্টে শাকিব লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ। ’

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।