ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে ‘কপিল শর্মা শো’র নতুন সিজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
আসছে ‘কপিল শর্মা শো’র নতুন সিজন কপিল শর্মা

বিরতি ভেঙে আবারো ফিরছেন কমেডিয়ান কপিল শর্মা। এবার তিনি হাজির হচ্ছেন তার তুমুল জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’র নতুন সিজন নিয়ে।

রোববার (২১ আগস্ট) কপিল নিজেই বিষয়টি সবাইকে জানিয়েছেন। তবে কবে থেকে শুরু হচ্ছে নতুন সিজন, তা এখনো প্রকাশ করেননি তিনি।

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন কপিল শর্মা লেখেন, ‘নতুন সিজন, নতুন লুক’।  

সেই পোস্টে অনেকেই কপিলের নতুন লুকের প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছে শো শুরুর তারিখ। সব মিলিয়ে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এটি।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’র চতুর্থ সিজন। আগের সিজনের মতো এবারও অতিথি বিচারক থাকবেন অভিনেত্রী অর্চনাপূরণ সিং।

এদিকে, চলতি বছর ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এই শো’র মাধ্যমে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন কপিল শর্মা। সিনেমাটির টিমকে প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’য়ে আসতে না দেওয়ার অভিযোগ ওঠে কপিলের নামে। এমনকী, টুইটারে ‘বয়কট কপিল শর্মা শো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।