ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আবারো করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন

দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই ।

কয়েকদিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন বলিউডের শাহেন শাহ। তবে করোনার কোনো উপসর্গ দেখা গেছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

টুইটে অমিতাভ লিখেছেন, ‘মাত্রই আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। ’

এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ওই সময় অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি।  

সেই সময় অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।