ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো আসছে জেমসের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আবারো আসছে জেমসের নতুন গান জেমস

চলতি বছর ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ হিসেবে দীর্ঘ এক যুগ পর নিজের নতুন গান নিয়ে হাজির হন রকস্টার জেমস। চাঁদরাতে গানটি প্রকাশের পর চারদিকে সাড়া পড়ে যায়।

কয়েক মাসের ব্যবধানে আবারো নতুন গান নিয়ে আসছেন গুরু। জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে।

এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে গানটি নিয়ে প্রচারণা শুরু হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে মাহফুজ আনাম জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানাচ্ছেন, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাসখানেক সময় লাগবে। এর চেয়ে বেশিকিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।  

আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।