ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাবিবের ‘দ্বিপ্রহর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
হাবিবের ‘দ্বিপ্রহর’

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান মানেই শ্রোতাদের কাছে ভিন্ন কিছু। তারই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এই গায়ক।

তার এবারের গানের শিরোনাম ‘দ্বিপ্রহর’।

নতুন এই গানের কথাগুলো এমন- ‘জানো নাকি ঘোর লাগা পথে হারিয়ে, খুঁজি তোমায় হারিয়ে অকারণ’। যা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই।

নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, “গানটি আমার একক গানের প্রজেক্ট। ‘দ্বিপ্রহর’ মূলত রোমান্টিক ধারার বিরহের গান। আমার ভক্ত-শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করে। এটি ঠিক এমনই একটি গান। এটি প্রকাশ হবে প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলে। ”

ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে গানটির টিজার প্রকাশ হয়েছে। শিগগিরই গানটি প্রকাশ হবে হাবিব ওয়াহিদের নিজস্ব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিক, ভাইভ, স্প্লাশ, স্বাধীন, জিপি মিউজিকে গানটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।