ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নজরুলের প্রয়াণ দিবসে ছোট পর্দায় ‘রাক্ষুসী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
নজরুলের প্রয়াণ দিবসে ছোট পর্দায় ‘রাক্ষুসী’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোট পর্দায় প্রচার হতে যাচ্ছে টেলিফিল্ম ‘রাক্ষুসী’। নজরুলের ছোট গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন রুশো রকিব।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন অভিনেত্রী শর্মীমালা, শাহাদাত ও নাজিরা মৌ প্রমুখ।  

শনিবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে ‘রাক্ষুসী’ প্রচার হবে।  

এছাড়াও এদিন সকাল ৭ টায় চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানমালা ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।  

রাত সাড়ে ১০টায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।