ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাত্র ৮ হলে মুক্তি পেলো রোশান-মাহির ‘আশীর্বাদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
মাত্র ৮ হলে মুক্তি পেলো রোশান-মাহির ‘আশীর্বাদ’

মুক্তি পেলো চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক জিয়াউল রোশান অভিনীত সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে অনুদান প্রাপ্ত সিনেমাটি মাত্র ৮টি হল পেয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশান ও মাহি।  এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রোশান। তার বিপরীতে আছেন মাহি।

‘আশীবার্দ’ রোশান-মাহি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

যেসব সিনেমা হলে চলছে ‘আশীর্বাদ’ : চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া) ও সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।