ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরলেন সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরলেন সোনম!

প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এবার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘সাওয়ারিয়া’ সিনেমার নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে বাবা অনিল কাপুরের বাসায় উঠেছেন সোনম।  

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নাতিকে স্বাগত জানাতে বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনিল। এই সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এছাড়া এ উপলক্ষে পূজারও আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মিষ্টিও বিতরণ করেন অনিল কাপুর।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।