ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজের সিনেমার টিকিট ব্ল্যাকে কিনলেন নায়ক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
নিজের সিনেমার টিকিট ব্ল্যাকে কিনলেন নায়ক! শরীফুল রাজ

অষ্টম সপ্তাহে এসেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে আলোচিত সিনেমা ‘পরাণ’ । এই সময়ে এসেও নাকি ব্ল্যাকে বিক্রি হচ্ছে টিকিট।

এমনটিই জানিয়েছেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ।

রাজ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো। ’

এ সময় সিনেমার পরিচালক রায়হান রাফিও সঙ্গে ছিলেন বলে রাজ উল্লেখ করেছেন।  

ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে যান দুজন। যদিও বিষয়টি মজার ছলে করেছেন নির্মাতা ও অভিনেতা।

‘পরাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।