ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওয়েব সিরিজ ‘দাফন’ দিয়ে কাজে ফিরলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ওয়েব সিরিজ ‘দাফন’ দিয়ে কাজে ফিরলেন শবনম ফারিয়া শবনম ফারিয়া

সাধারণত প্রতি বছর দুই ঈদে বেশকিছু নাটক বা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শবনম ফারিয়াকে। তবে এই বছর পড়াশোনা ও অসুস্থতার কারণে কোনো ঈদেই ছিল না তার কোনো কাজ।

এবার বিরতি ভেঙে আবারো কাজে ফিরেছেন ছোট পর্দার এই তারকা। সম্প্রতি ‘দাফন’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। কৌশিক শংকর পরিচালিত সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন শুটিং চলছে রাজধানীর মিরপুরে।

নতুন সিরিজটি খবর ফারিয়া নিজেই দিয়েছেন ফেসবুকে। একটি ছবি প্রকাশ করে ‘দাফন’র কথা জানান তিনি।

কাজে ফেরা প্রসঙ্গে ফারিয়া বলেন, পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা গ্যাপ হয়ে গেল। ফের কাজে ফিরলাম। আজ (সোমবার, ২৯ আগস্ট) ঢাকায় শুটিং হচ্ছে।  
 
উল্লেখ্য, ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন শবনম ফারিয়া। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে তার। যে কারণে কাজে বিরতি নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।