ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নেটফ্লিক্সের ‘খুফিয়া’র টিজারে বাঁধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
নেটফ্লিক্সের ‘খুফিয়া’র টিজারে বাঁধন ‘খুফিয়া’র টিজারে টাবুর সঙ্গে বাঁধন

বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় করেছেন। খবরটি মোটামুটি সবারই জানা।

গত বছরই সিনেমাটির শুটিং সম্পন্ন করেছেন এই তারকা।

সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র একটি টিজার। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেল বাঁধনের ফার্স্টলুকও। ৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়ে গেছে।

জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিতি হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।

উল্লেখ্য, ‘খুফিয়া’ সিনেমাটির জন্যই প্রথমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি- এমন অভিযোগে তারা দুজনেই এর প্রস্তাব ফিরিয়ে দেন। পরে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার প্রস্তাবটি লুফে নেনে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত বাঁধন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।