ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনের পারিশ্রমিক ১০০ কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনের পারিশ্রমিক ১০০ কোটি!

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’র সিক্যুয়েল শুরু হচ্ছে শিগগিরই। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে সিনেমাটির নায়ক, নায়িকা ও পরিচালকের পারিশ্রমিক বাড়া নিয়ে।

‘পুষ্পা টু’তে নাকি সবাই তাদের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা: দ্য রাইজ’র জন্য আল্লু পারিশ্রমিক নিয়েছিলেন ৫০ কোটি রুপি, যেখানে দ্বিতীয় কিস্তিতে তিনি পারিশ্রমিক দ্বিগুণ করে নিচ্ছেন ১০০ কোটি রুপি! এই অর্থ দিয়ে অনায়াসে বলিউডের একটি বিগ বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব!

‘পুষ্পা’তে আল্লুর চেয়ে এর নায়িকা রাশমিকা মন্দানার পারিশ্রমিকে ছিল বিস্তর ফারাক, সিক্যুয়েলেও একই বিষয় থাকছে। ‘পুষ্পা টু’তে এই অভিনেত্রী নিচ্ছেন ৪ কোটি রুপি, আগে নিয়েছিলেন ২ কোটি রুপি। আল্লুর তুলনায় তার পারিশ্রমিক খুবই সামান্য!

এদিকে সিনেমাটির পরিচালক সুকুমার আগে ১৮ কোটি নিলেও ‘পুষ্পা টু’তে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি।

গুঞ্জন রয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। কিন্তু অভিনেতা অভিনেত্রী ও পরিচালকের পারিশ্রমিকের কারণে এর বাজেট বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।