ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

‘ডন থ্রি’র প্রস্তাব ফেরালেন শাহরুখ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
‘ডন থ্রি’র প্রস্তাব ফেরালেন শাহরুখ? শাহরুখ খান

২০০৬ সালে ‘ডন’ এবং ২০১১ সালে ‘ডন টু’ মুক্তি পায়। শোনা যাচ্ছিল, আগের সিনেমা দুটির মতোই শাহরুখ খানের হাত ধরে আসতে চলছে ‘ডন থ্রি’।

 যদিও সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো কোন ঘোষণা আসেনি।

তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে,  আপাতত ‘ডন থ্রি’র প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিং খান।

বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। এর মধ্যে রয়েছে ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডানকি’।  যেহেতু সিনেমাগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ তাই নতুন চিত্রনাট্য বাছাই শুরু করেছেন তিনি।

জানা গেছে, একাধিক প্রস্তাবের মধ্যে ‘ডন থ্রি’র চিত্রনাট্য পড়ে দেখার প্রস্তাবও দেওয়া হয়েছিল শাহরুখকে। মুম্বাইয়ের এক সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে জানা গেছে, শাহরুখ আপাতত তা প্রত্যাখ্যান করেছেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, শাহরুখ ‘ডন থ্রি’তে চুক্তিবদ্ধ হওয়ার আগে এর চিত্রনাট্য সম্পর্কে খুব নিশ্চিত হতে চান। যেহেতু সিনেমাটি সবচেয়ে প্রত্যাশিত সিক্যুয়েলগুলোর মধ্যে একটি, তাই চুক্তি স্বাক্ষর করার আগে শাহরুখ এর চিত্রনাট্য সম্পর্কে সতর্ক থাকতে চান। যদিও এমন নয় যে, তিনি চিত্রনাট্য পছন্দ করেননি; শুধু বলেছেন এখনও পুরোপুরি ‘ভরসা’ পাচ্ছেন না।

সর্বশেষ ‘জিরো’সিনেমার ব্যর্থতার পর চিত্রনাট্য নিয়ে নাকি বেশ সচেতন হয়েছেন শাহরুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।