ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার বোনের সঙ্গে পার্টিতে শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ক্যাটরিনার বোনের সঙ্গে পার্টিতে শাহরুখপুত্র ইসাবেলা কাইফের সঙ্গে আরিয়ান খান

মাদককাণ্ডে নাম জড়ানোর পর শাহরুখপুত্র আরিয়ান খান অনেকদিন নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান।

আগের মতো পার্টিতেও যোগ দিতে দেখা যাচ্ছে তাকে।

জুলাই মাসেই একটি নাইট ক্লাবে পার্টি দেখা গিয়েছিল আরিয়ানকে। সম্প্রতি ভারতীয় মডেল শ্রুতি চৌহানের জন্মদিনের পার্টিতে দেখা গেছে তাকে। সেই পার্টিতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।

শ্রুতি চৌহান নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আরিয়ান ও ইসাবেলার ছবি পোস্ট করা হয়। সেই ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় সামাজিকমাধ্যমে। কেউ কেউ আরিয়ানের সঙ্গে ইসাবেলের প্রেমের প্রসঙ্গও তুলছেন।

২০২১ সালের অক্টোবর মাসে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়িয়েছিল। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে পার্টি করতে গিয়েই মাদক মামলায় ফাঁসেন আরিয়ান। শাহরুখপুত্র এবং তার সঙ্গীদের ক্রুজ থেকে আটক করা হয়েছিল। পরে গ্রেফতার করা হয় আরিয়ানকে।  

এ ঘটনায় প্রায় ২৬ দিন হাজতে থাকতে হয়েছে আরিয়ানকে। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। তার সব শুটিং বাতিল করে ছেলেকে জামিনের জন্য মরিয়া হয়ে যান। অবশেষে বম্বেহাই কোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে।  

এদিকে চলতি বছরের মে মাসে আরিয়ানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির তরফ থেকে জানানো হয়, শাহরুখপুত্রের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। এরপরই নিজের পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হন আরিয়ান। সেই আবেদন মঞ্জুর হয়।

পাসপোর্ট ফেরত পাওয়ার পর ইতোমধ্যেই বাবার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন আরিয়ান। আর সেখানকার নাইট ক্লাবেই সময় কাটাতে গিয়েও ক্যামেরাবন্দী হন এই তারকাপুত্র। সেখান থেকে দেশে ফিরে বেশ পার্টি মুডে রয়েছেন আরিয়ান।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।