ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের যত্ন নিন: মনিরা মিঠু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের যত্ন নিন: মনিরা মিঠু মনিরা মিঠু

নাটক-সিনেমাসহ শোবিজ অঙ্গনের সবখানেই নায়ক-নায়িকা নিয়ে মাতামাতি হয়। পাশাপাশি সহ-শিল্পীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও মাঝেমধ্যেই অভিযোগ করেন তারকারা।

জনপ্রিয় অভিনেতা সাগর হুদা বুধবার (৩১ আগস্ট) সকালে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে অনেকটা আক্ষেপ করে আরো একবার বিষয়টি সামনে আনলেন অভিনেত্রী মনিরা মিঠু।  

বুধবার দুপুরে এক স্ট্যাটাসে তিনি পার্শ্ব অভিনয় শিল্পীদের মানুষ ভাববার আহ্বান জানিয়েছেন নাট্যসংশ্লিষ্ট ব্যক্তিদের।

মনিরা নিজের ফেসবুকে লেখেন, আরো অনেক সাগর হুদা আছেন, যাদের কল টাইম থাকে সকাল ৮টায়, আর প্যাক আপ হয় রাত ১২টায়। ঢাকার বাইরে শুটিং থাকলে রাত ১-২-৩টা, কখনো ভোর হয় তাদের ‘প্যাক আপ’ শব্দটি শুনতে! তারাও মানুষ, তাদেরও ঘুমের প্রয়োজন আছে।  

মনিরা মিঠু আরো বলেন, পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের যত্ন নিন। এই গরমে তাদের ডাব, স্যালাইন পানি খেতে দিন, দুই-তিনটি দৃশ্য করানোর পর তাদের কিছুটা সময় বিশ্রাম দিন। তাদের পারিশ্রমিক বকেয়া না রেখে স্পটেই দিন। শুধু নায়ক-নায়িকার চরিত্র নিয়ে কিন্তু গল্প বেশি দূর আগায় না।

এই অভিনেত্রীর ভাষ্য, গল্পের স্বার্থেই না হয় তাদের বাঁচিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।