ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো প্রেক্ষাগৃহে আসছেন আদর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
আবারো প্রেক্ষাগৃহে আসছেন আদর আদর আজাদ

এই সময়ের অভিনেতা আদর আজাদ। সম্প্রতি ‘তালাশ’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার।

এবার দ্বিতীয় সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন তিনি।

সিনেমার নাম ‘লাইভ’। এটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এতে আরো অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আদর আজাদ বলেন, এটি থ্রিলার গল্পের সিনেমা। আমার চরিত্রের নাম পিয়াল। একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে। আশা করছি, ভালো একটি সিনেমা দর্শক উপহার পেতে যাচ্ছে।

আদর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’। আগামী ৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

গ্রামীণ পটভূমির গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে আদরের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার ‘চিৎকার’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘নাকফুল’ সিনেমা তিনটি। এছাড়া হাতে রয়েছে বজলুর রাশেদ চৌধুরীর ‘পোড়া অন্তর’, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ও সাইফ চন্দনের ‘লোকাল’।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।