ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: মিমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: মিমি মিমি চক্রবর্তী

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী একজন সংসদ সদস্য। পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে নির্বাচিত তিনি।

সম্প্রতি তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে তৃণমূল।

এমন সময়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী বলেন, ‘আমি কোনো দুর্নীতি করিনি, আমার গায়ে কোনো দাগ লাগবে না। সরাসরি তো নয়ই পরোক্ষভাবেও কোনো দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ’

এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, ভবিষ্যতে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক দলে আপনাকে দেখা যাবে কি না? উত্তরে মিমি বলেন, ‘এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে দেশের নানা প্রান্তে বিজেপির নেতাদের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে; সেগুলোর জবাব আগে পাওয়া দরকার। তারপর এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ’

চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে আসলে, তাদের গ্ল্যামার বা জনপ্রিয়তা দেখে কী অন্য রাজনীতিবিদরা হিংসা করেন? জবাবে মিমি চক্রবর্তী বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই। এ ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন তো থাকেই। তবে নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। ’ 

তিনি আরো বলেন, ‘যখন রাজনীতিতে আসি তখন হয়তো অনেক কিছুই জানতাম না। কিন্তু আমি অন্যদের থেকে শিখেছি। আর সে কারণেই আজকের এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।