ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিক্ষাবৃত্তির নেপথ্যের গল্পে ‘দানব মানুষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ভিক্ষাবৃত্তির নেপথ্যের গল্পে ‘দানব মানুষ’

ভিক্ষাবৃত্তির নেপথ্যে নির্মমতার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘দানব মানুষ’। ফজলুল হক আকাশের রচনায় এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

 

‘দানব মানুষ’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রোবেনা রেজা জুঁই, শাহনা সুমি, নূরে আলম নয়ন, লিটন খন্দকার, সাজ্জাদ সাজু, উত্তম অধিকারী, তারিকুজ্জামান তপন প্রমুখ।  

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, বস্তির প্রভাবশালী বাসিন্দা আকবর। তার ব্যবসা শিশুর কোলে শিশু দিয়ে শহরের মোড়ে মোড়ে ভিক্ষা করানো! এ কারণে সে বস্তি থেকেই শিশু ভাড়া করে। ছোট শিশুকে ঘুমের বড়ি খাইয়ে বড় শিশুর কোলে দিয়ে ভিক্ষা করায়। প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলে এ কাজ। একদিন এক নতুন মোড়ের খোঁজ পায় আকবর। এই মোড়ে ভিক্ষা করানোর জন্য বস্তিতে একটি ছোট শিশু খুঁজতে থাকে সে। এই বস্তির আমেনার শিশু ছাড়া কোনো শিশু পায় না সে। এরপর গল্প এক করুণ পরিস্থিতির দিকে যায়।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় ‘দানব মানুষ’ বিটিভিতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।