ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরের মায়ের চরিত্রে দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
রণবীরের মায়ের চরিত্রে দীপিকা! রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন

বলিউডের সিনেমায় রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন মানেই দারুণ রসায়ন। দর্শক বরাবরই এই জুটিকে একসঙ্গে দেখতে পছন্দ করে।

তবে এবার পর্দায় অন্য রকম সম্পর্ক নিয়ে হাজির হতে পারেন রণবীর-দীপিকা।

বলিউডে গুঞ্জন, রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। তবে জুটি হয়ে নয় বরং রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।  

এর আগে শোনা গিয়েছিল, জলদেবী রূপে ধরা দিতে পারেন দীপিকা। তবে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পর শোনা যাচ্ছে তার নতুন চরিত্রের কথা।

তবে শুধু দীপিকা নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, ঋত্বিক রোশন কিংবা রণবীর সিংকে দ্বিতীয় পর্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাব ফিরিয়েছেন ঋত্বিক। পরিচালক অয়ন মুখার্জির পক্ষ থেকে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কোনো চরিত্রের প্রসঙ্গে এখন পর্যন্ত ঘোষণা আসেনি।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ দর্শক। কবে থেকে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করা হবে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।