ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রঙ্গন মিউজিকের নতুন গানচিত্র ‘পাইনা তোকে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
রঙ্গন মিউজিকের নতুন গানচিত্র ‘পাইনা তোকে’ মিলন ও পায়েল

ইমরানের ‘ঘুম ঘুম চোখে’র সাফল্যের পর রঙ্গন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী মিলন ও কোনালের দ্বৈত গানের ভিডিও ‘পাইনা তোকে’।  

গানটির কথা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন।

ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।  

গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। জামাল ভাইয়ের কথাটা অসাধারণ। ইমরান এ কথার যে সুর করেছেন, তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু। ’ 

মিলন বলেন, ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি আমি। এই গানে সঙ্গে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী। ’ 

অন্যদিকে ইমরান বলেন, ‘একটি ভালো কথাই ভালো সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে এতে সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের অঢেল আনন্দ দেবে’।  

রঙ্গন মিউজিক জানায়, গানটির ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।