ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাজি ফাটাবো’ মাহি মা হতে যাওয়ায় খবরে পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
‘বাজি ফাটাবো’ মাহি মা হতে যাওয়ায় খবরে পরীমণি মাহিয়া মাহি-পরীমণি

চলতি বছরের আগস্ট মাসেই পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মা হতে যাচ্ছেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে মাহি নিজেই এই তথ্য জানিয়েছেন।

মাহি গর্ভবতী জানার পর অনেক তারকা, পরিচালক ও প্রযোজক তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ মুঠোফোনে কল দিয়ে, কেউ আবার ফেসবুকেই অভিনন্দিত করেছেন মাহিকে। এমন খবরে বেশ উচ্ছ্বসিত পরীমণিও।  

তিনি মাহিকে অভিনন্দন জানিয়ে সামজিকমাধ্যম ফেসবুকে লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই….অনেক দোয়া, অনেক ভালোবাসা। ’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।

মাহি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।