ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

সংগীতের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পেলেন সেরার পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
সংগীতের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পেলেন সেরার পুরস্কার

দক্ষিণ এশিয়ার সংগীত নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই আয়োজনের ১৭তম আসর বসেছিল পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে।

পদ্মাসেতুর জাজিরা প্রান্তের এই আয়োজনে দেশের সঙ্গীতাঙ্গনের তারকাদের উপস্থিতিতে পূর্ণ ছিল। তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেয়েছেন সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা।

এই আয়োজনে সর্বমোট ১৪ ক্যাটাগরিতে ২৫ জন সংগীতশিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এক নজরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২: 

আজীবন সম্মাননা: রেজওয়ানা চৌধুরী বন্যা।

নজরুল সংগীতের শ্রেষ্ঠ শিল্পী: প্রিয়াংকা গোপ।

নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য: সাদিয়া আফরিন মল্লিক।  

রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠ শিল্পী: শ্যামা রহমান।

উচাঙ্গসংগীতের শ্রেষ্ঠ শিল্পী: তিন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী রুবা, টুংটাং ও আশিক।  

মিউজিক ভিডিও ক্যাটাগরি: নির্মাতা পিপলু আর খান ও শিল্পী সুস্মিতা আনিস।

লোকসংগীতে শ্রেষ্ঠ শিল্পী: বাউল সুকুমার।  

ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকার: মীর সাব্বির।  

ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার: ইমন চৌধুরী।

ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী: ইমরান মাহমুদুল।  

আধুনিক গানের শ্রেষ্ঠ গীতিকার: আসিফ ইকবাল।  

আধুনিক গানের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী: কিশোর দাস।

আধুনিক গানের শ্রেষ্ঠ গায়িকা: ফাহমিদা নবী।

বিগত ১০ বছরে ছায়াছবির গানে সেরা গীতিকার: কবির বকুল।

বিগত ১০ বছরে সেরা ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার: কৌশিক হোসেন তাপস।

বিগত ১০ বছরে সেরা ছায়াছবির গানে শ্রেষ্ঠ সংগীতশিল্পী: চন্দন সিনহা।

সেরা মিউজিক সাউন্ড ইঞ্জিনিয়ার: আমজাদ হোসেন বাপ্পি।  

সেরা ব্যান্ড: রেনেসাঁ (নকিব খান)

সেরা নবাগত শিল্পী: নুজহাত সাবিহা পুষ্পিতা।

সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: টি এম রেকর্ডস।  

বিষয়ভিত্তিক গানে শ্রেষ্ঠ গীতিকার: জুলফিকার রাসেল।  

সেরা সুরকার: শফিক তুহিন।

সেরা শিল্পী: ঝিলিক।

ফোক ফিউশনে শ্রেষ্ঠ শিল্পী: সাব্বির নাসির।

শ্রেষ্ঠ দৈত্যশিল্পী: হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।