ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান। তবে এবার তিনি ভিন্ন ভূমিকায় দেখা দিবেন সিনেমায়।
সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। এর মুখ্য চরিত্রে থাকছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খান ও আসাদুজ্জামান নূর।
জানা যায়, ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার কাহিনিকার হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী পেয়েছেন শাজাহান খান। ৪৫ হাজার টাকার সেই চেক তার হাতে তুলে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, ‘আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনৈতিক কর্মী হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি একজন ট্রেড ইউনিয়নিস্ট। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনিকার হিসেবে। ”
শাজাহান খান জানান, তার বাবা, মেজ ভাই, শ্বশুরের পাশাপাশি তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে যেমন বীরের মতো লড়াই করেছেন, তেমনি পাকিস্তানি বাহিনীর নির্যাতন-নির্মমতার শিকারও হয়েছেন। সেই সময়ের গল্পকে মাথায় নিয়েই তিনি ‘জয় বাংলার ধ্বনি’ রচনা করেছেন। গল্পটা যাতে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়, সেজন্য তিনি সিনেমার জগতে এসেছেন।
২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে নিরব-সুনেরাহ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এনএটি