ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেসবুক আইডি হ্যাক

সবাইকে সতর্ক করলেন আফজাল হোসেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
সবাইকে সতর্ক করলেন আফজাল হোসেন আফজাল হোসেন

বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের ফেসবুক আইডি প্রায় দেড় মাস আগে হ্যাক হয়েছে। কিন্তু এখনো আইডিটি উদ্ধার করতে পারেননি তিনি।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেতা বলেন, ‘আমি ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম বলা যায়। কিন্তু প্রায় দেড় মাস হলো নিজে কোনো পোস্ট করতে পারছি না। আইডিটি নিজের আয়ত্বে আনতে পারিনি। ’

এদিকে নিজের আইডি কখন হ্যাক হয়েছে সেটাও নির্দিষ্ট করে বলতে পারেননি এ অভিনেতা। এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আমার ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাক করেছে আমার নিজেরও জানা নেই। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন টের পেলাম এটা আর আমার নিজের কন্ট্রোলে নেই। অনুগ্রহ পূর্বক কেউ ভুল বুঝবেন না। ’ 

সবাইকে সতর্ক করে এই অভিনেতা বলেন, ‘আপাতত আমার ফেসবুক আইডির সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। কারণ, যারা হ্যাক করেছে তারা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। সে রকম কোনো মেসেজ কারো কাছে গেলে সেটাও কোনো উত্তর না দেওয়ার জন্য অনুরোধ করছি। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব। ’ 

ইতোমধ্যে ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন আফজাল হোসেন। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে তার অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ নামে একটি ওয়েব সিরিজ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।