ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই বোনের মনস্তাত্বিক দ্বন্দ্বে ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
দুই বোনের মনস্তাত্বিক দ্বন্দ্বে ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ নাটকের দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে বিথী। তাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন।

বিথী ফার্স্টক্লাস ফার্স্ট হবেই। এদিকে একটি জরিপের কাজে বিথীদের বাড়িতে আসা মারুফ নামের যুবক একদিন রাতে দেখতে পায়, বিথী গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। মারুফ তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনে।

জানা যায়, বিথী ফার্স্টক্লাস ফার্স্ট হতে পারেনি। এ খবর পেলে তার বাবা স্ট্রোক করে মারা যেতে পারেন। বিথীর বাবাকে বোঝানোর দায়িত্ব নেয় মারুফ। কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।  

বিথীর বড়বোন যুথি পোলিও আক্রান্ত হওয়ায় বারবার তার তার বিয়ে ভেঙে যায়। পাত্রপক্ষ সবসময় বিথীকে পছন্দ করে। এদিকে যুথির বাবা বড় মেয়েকে বাদ দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেবে না।  

একদিন এক পাত্রপক্ষের সামনে মারুফ ঘোষণা দেয়, সে যুথিকে বিয়ে করবে। বিথীও মারুফকে বলে, সে যেন যুথিকেই বিয়ে করে। এদিকে তাদের প্রেমের ব্যাপারটা জানতে পারে যুথি। শুরু হয় দুইবোনের মধ্যে মনস্তাত্বিক দ্বন্দ্ব।  

সতীর্থ রহমানের এমনই গল্পে নির্মিত হয়েছে বিটিভির নাটক ‘স্বপ্ন মৃত্য ভালোবাসা’। প্রযোজনা করেছেন আবু তৌহিদ।  

নাটকটিতে অভিনয় করেছেন রিয়াসাদ হাবিব, নওবা তাহিয়া হোসেন, দিলরুবা হোসেন দোয়েল, ফখরুল বাসার, মিলি বাসার, ইমরুল কবির, বিমল ব্যানার্জীসহ আরো অনেকে।  

জানা গেছে, শনিবার (২৬ নভেম্বর) রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।