ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে অক্সিজেন সংকটে ভেসে উঠছে মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে অক্সিজেন সংকটে ভেসে উঠছে মাছ

চুয়াডাঙ্গা: পানিতে অক্সিজেন সংকটের কারণে মাথাভাঙ্গা নদীর মাছ মরে ভেসে উঠেছে।  

শনিবার গভীর রাত থেকে রোববার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত মৃত মাছের সঙ্গে জীবিত মাছও নদীর উপরিভাগে ভেসে উঠতে থাকে।

প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণে অক্সিজেন সংকটকে কারণ হিসেবে উল্লেখ করছেন মৎস্য কর্মকর্তারা।

চুয়াডাঙ্গার শহরের মাথাভাঙ্গা ব্রিজের কাছে প্রায় এক কিলোমিটার নদীতে মাছ ভাসতে দেখা যায়। মাছ ভেসে ওঠার খবরে স্থানীয়রা মাছ ধরতে শুরু করেন। গভীর রাত থেকে নদীতে মাছ ধরেন শত শত মানুষ। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে নদীর পানি পরীক্ষা করেন।

চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ভোর থেকে মাথাভাঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এসব মরা মাছের সঙ্গে জীবিত মাছও ভাসতে দেখা গেছে।

সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকার মাথাভাঙ্গা নদীর পানির বিভিন্ন প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা করেছি। এসময় নদীর পানিতে অক্সিজেনের দ্রবিভূত মাত্রা ১ দশমিক ৪৫ পিপিএম, পানির পিএইচ ৭ দশমিক ০, পানির টিডিএস ০ দশমিক ৩৬ পিপিএম এবং অ্যামোনিয়া ০ দশমিক ৫০ পিপিএম পাই। পানির তাপমাত্রা পাওয়া যায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। পানিতে অক্সিজেনের পরিমাণ সর্বনিম্ন ৩ দশমিক ৫ পিপিএম থাকা জরুরি। এর নিচে গেলে মাছের মৃত্যুঝুঁকি থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাপের উচ্চ মাত্রা এবং পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই মূলতঃ মাছ মারা যাচ্ছে। তাছাড়া নদীর পানিতে প্রচুর জীবাণু ও তলদেশে ময়লা আবর্জনা থাকায় অত্যন্ত প্রাণ ঝুঁকিতে আছে নদীর মাছ।
 
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।