ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কলাপাড়ায় ডোবায় ভেসে এলো ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
কলাপাড়ায় ডোবায় ভেসে এলো ডলফিন

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে নদী সংলগ্ন ডোবায় ভেসে এসেছে একটি ডলফিন। বোটলনোজ প্রজাতির ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ডলফিনটি ভেসে আসে।  

খবর পেয়ে স্থানীয় জীববৈচিত্র্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালী টিমের সদস্যরা ডোবায় নেমে ডলফিনটি উদ্ধার করেন। ডলফিনটি এ সময় আহত ও দুর্বল ছিল। তবে ডলফিনটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে, প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রে অবমুক্ত করেন স্থানীয় পরিবেশ কর্মী আল মুনজির ও মো. সুজনসহ ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

এর আগে ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্বেচ্ছাসেবী আলম নজির জানান, জেলেদের জালে পেঁচিয়ে ডলফিনটি অনেকটা আহত হয়। পরে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়েছে বলে আমাদের ধারণা। এর আগে কখনও দক্ষিণ অঞ্চলের ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।