ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৬টি হনুমান উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৬টি হনুমান উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়টি হনুমান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়াও সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ভোমরা, বৈকারী, সাতানী ও কলরোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া সীমান্ত এলাকা থেকে হনুমানসহ এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বন্যপ্রাণী পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সাতানী পাকা রাস্তার ওপরে খাঁচায় বন্দি ছয়টি হনুমান ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। যা পরবর্তী পদক্ষেপের জন্য বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক একাধিক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় ওষুধ, মাদকদ্রব্য ও শাড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।