ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরে মেছো বাঘ আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
নাটোরে মেছো বাঘ আটক

নাটোর: নাটোর সদর উপজেলার কাজিপুর দিঘা ত্রিমোহনী এলাকায় একটি মেছো বাঘ আটক হয়েছে।

পরে এলাকাবাসী মেছো বাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে।



মঙ্গলবার রাতে সদর উপজেলার কাজিপুর দিঘার আব্দুর রহিমের বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে একটি খাসিকে হত্যা করে মেছো বাঘটি।

বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক এলাকাবাসীকে খবর দিলে তারা চারদিক ঘিরে ফেলে মারপিট করে বাঘটিকে আটক করে লোহার শিকল দিয়ে বেধে রাখে।

পরে বুধবার সকালে পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা সেখানে গেলে বনবিভাগের কাছে বাঘটিকে হস্তান্তর করা হয়।
 
বর্তমানে বাঘটি নাটোর বনবিভাগের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে নাটোর বনবিভাগের কর্মকর্তা আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, বাঘটিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে ছেড়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।