ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সলোমন দ্বীপপুঞ্জে ৯০০ ডলফিন হত্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সলোমন দ্বীপপুঞ্জে ৯০০ ডলফিন হত্যা

ঢাকা: প্রতিশ্রুত টাকা না পেয়ে সলোমন দ্বীপপুঞ্জের অধিবাসীরা ৯০০ ডলফিনকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এটি ইতিহাসের সবচেয়ে সর্বাধিক ডলফিন হত্যার ঘটনাগুলোর একটি।



দ্বীপপুঞ্জের অধিবাসীরা দাবি করেছে, পরিবেশ রক্ষার আন্দোলনকারী দল আর্থ-আইল্যান্ড ইন্সটিটিউট ডলফিন হত্যা বন্ধ করার শর্তে তাদেরকে চার লাখ মার্কিন ডলার দিতে চেয়েছিল। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করায় দ্বীপবাসীরা এ জঘন্যতম কাজটি করেছে।

আর্থ-আইল্যান্ড ইন্সটিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, লেনদেন নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আর দ্বীপবাসীদের বিচ্ছিন্ন একটি দল এতগুলো ডলফিনকে হত্যা করেছে যা খুবই মর্মান্তিক।

সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৫ জানুয়ারী, ২০১৩
আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।