ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে উদ্যানে ফিরলো বানর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে উদ্যানে ফিরলো বানর

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্টে কর্মরত চীনা ব্যাক্তিদের হাতে বন্দী একটি রেসাস বানরকে বনে অবমুক্ত করা হয়েছে।

প্রজেক্টে করমরত এক চীনা ব্যক্তি অবৈধভাবে বানরটি নিজের কাছে রেখেছিলেন বলে জানা গেছে।



বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘গ্রিণ এক্সপ্লোর সোসাইটি’ এর সহায়তায় বানরটি উদ্ধার করে বন বিভাগ। পরে বিকেলে বনবিভাগ বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

স্থানীয় সূত্র জানায়, শাহজালাল সার কারখানা নির্মাণ কাজে চীন থেকে আসা প্রায় পাঁচশ কর্মকর্তা করমচারীর বিরুদ্ধে অসংখ্য সাপ, ব্যাঙ, কাঠবিড়ালীসহ বিভিন্ন বন্য প্রাণী ধরে খেয়ে ফেলার অভিযোগ আছে। এসব কারণে ফেঞ্চুগঞ্জের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন বলে অভিযোগ এলাকাবাসীর।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
এসএ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।