ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবন থেকে লোকালয়ে আসা অজগর সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সুন্দরবন থেকে লোকালয়ে আসা অজগর সাপ উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন থেকে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।

শনিবার দুপুর ২টায় শহরতলীর কুমারখালী এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত অজগরটিকে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

এলাকাবাসী জানায়, গত দুই দিন ধরে সাপটি এলাকার বিভিন্ন বাড়ির আঙিনার গাছে গাছে অবস্থান করছিল। শুক্রবার বিকেলে প্রথমে স্থানীয় সাংবাদিক মো. হাসান গাজীর বাড়ির গাছে অজগরটির দেখা মেলে। পরে মানুষের ভিড় ও হুড়োহুড়িতে সাপটি পালিয়ে পাশের একটি মৎস্য ঘেরে লুকিয়ে থাকে।

শনিবার সকালে অজগরটিকে পুনরায় দেখতে পেয়ে গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন রক্ষীরা দুপুরে কালাম মোল্লার বাড়ির একটি গাছ থেকে অজগরটিকে উদ্ধার করে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, ম্যানগ্রোভ এ বন থেকে অজগর প্রজাতির সাপ বিলুপ্তির পথে। সুন্দরবনের নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের টানে এ অজগরটি লোকালয়ে ভেসে আসতে পারে বলে তারা ধারণা করছেন।

পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এসআর/এসআরএস-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।