খুলনা: রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে ইয়ুথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিস এ মানববন্ধনের আয়োজন করে।
এতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের পরিবেশবাদী নেতারা, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, যুব নেতা ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে ইয়ুথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিসর সমন্বয়কারী জাকারিয়া হোসাইন শাওন বলেন, সুন্দরবান রক্ষার স্বার্থে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প যে কোনো মূল্যে বাতিল করতে হবে।
এ সময় তিনি বলেন, সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পরিবহন হলে পরিবেশ ধ্বংস করবে। কয়লার গুঁড়ো বাতাস ও পানিতে মিলে পানি-বায়ু দূষণ ঘটাবে। রাতে জাহাজ চলাচলের সময় জাহাজের সার্চ লাইটের আলো নিশাচর প্রাণীসহ সংরক্ষিত বনাঞ্চল সুন্দরবনের পশু পাখির জীবন চক্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে প্রতিবছর সাড়ে ৯ লাখ মেট্রিক টন ছাই উৎপাদিত হয়ে পরিবেশ ধ্বংস করবে। পানি ও শব্দ দূষণে ধ্বংস হবে সুন্দরবনে জীববৈচিত্র্য। বৃষ্টিপাত কমে গিয়ে হতে পারে এসিড বৃষ্টিও।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
এমআরএম/এএ/এমজেডআর